শিরোনাম
ধর্মঘট প্রত্যাহারের পরও খুলনায় বাস চলাচল বন্ধ
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১১:২৫
ধর্মঘট প্রত্যাহারের পরও খুলনায় বাস চলাচল বন্ধ
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছেন বাসচালক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে খুলনা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।


এদিন সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড় এলাকা থেকে কোথাও বাস ছেড়ে যায়নি। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ রয়েছে।


এর আগে সোমবার (১৮ নভেম্বর) নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।


টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ অনেক বেশি। যাত্রী সংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ট্রেনে।


খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক মো. জিয়াউর রহমান মিঠু বলেন, খুলনায় এখনো বাস চলাচল শুরু হয়নি। বুধবার (২০ নভেম্বর) দিনগত রাতে মালিক ও শ্রমিক নেতারা ঢাকায় গেছেন। মন্ত্রণালয়ে ট্রাক মালিক শ্রমিকদের সঙ্গে সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে বৈঠক হবে। সেখান থেকে সিদ্ধান্ত হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com