শিরোনাম
মৌলভীবাজারে তরুণী অপহরণ চেষ্টায় গ্রেফতার ২
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১০:০১
মৌলভীবাজারে তরুণী অপহরণ চেষ্টায় গ্রেফতার ২
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারে প্রাইভেট কারে তরুণী অপহরণ চেষ্টায় চার আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


গ্রেফতাররা হলেন- সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৩) এবং প্রাইভেটকার চালক গিয়াস নগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী তরুণীর মামা জহিরুল ইসলাম তাকে ভৈরব বাজার পাঠানোর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একটি প্রাইভেট কারে করে অপহরণকারী দল তাদের সামনে এসে স্থানীয় যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব করে। মেয়েটির মামা তাকে গাড়িতে তুলে দিয়ে ভৈরব বাজার নামিয়ে দেয়ার জন্য প্রাইভেট কারের চালককে বলেন।


গাড়ির চালক মৌলভীবাজার শহর পার হয়ে শ্রীমঙ্গল রোডে না গিয়া প্রেমনগর চা বাগান রোডে প্রবেশ করলে তরুণী তাকে নামিয়ে দেয়ার জন্য বলেন। কিন্তু তাকে নামিয়ে না দেয়ায় তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে এই তরুণী মোবাইল ফোনে বিষয়টি তার মামা জহিরুল ইসলামকে জানান। পরে আসামিরা মোবাইল কেড়ে নেয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করে। পরে ভোর ৪টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।


মৌলভীবাজারের মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, রবিবার সকালে ওই তরুণী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ৪ আসামির মধ্যে চালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হবে। সহজে গ্রেফতারের স্বার্থে অপর ২ আসামির নাম প্রকাশ করছে না পুলিশ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com