শিরোনাম
খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:২০
খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলাটির উদ্বোধন করা হয়।


আয়কর মেলা ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।


অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, খুলনার মানুষ দেশের অন্যান্য স্থানের তুলনায় কর প্রদানে অধিক সচেতন। খুলনা কর অঞ্চলে প্রায় তিন লাখ ৬৫ হাজার জন করদাতা কর প্রদান করেন। ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ দেশের অন্যান্য শহরের তুলনায় যে সংখ্যাটি অনেক বেশি। জনগণের করের টাকাতেই খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল ইকোপার্ক, খানজাহান আলী বিমান বন্দরের ন্যায় বৃহৎ উন্নয়ন অবকাঠামো নির্মিত হতে চলেছে। পদ্মা ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের চিত্র বদলে যাবে। এ পরিবর্তনের জন্য সরকারকে কর প্রদানের বিকল্প নেই। সকল প্রতিবন্ধকতা দূর করে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে মেলার আয়োজকদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।


খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক ও খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com