শিরোনাম
নদীতে ভেসে মারা গেলো ৩৭৫ ভেড়া, ৪০ লক্ষ টাকা ক্ষতি
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৮:৪২
নদীতে ভেসে মারা গেলো ৩৭৫ ভেড়া, ৪০ লক্ষ টাকা ক্ষতি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আবদুল্লাহ ইউনিয়নে নদীর পানিতে ভেসে ৩৭৫টি ভেড়া মারা গেছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের নতুন চর এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে এ ঘটনা ঘটে।


জানা গেছে, প্রায় ৬ বছর আগে কয়েকজন যুবক নতুন চর এলাকায় ভেড়ার খামার চালু করেন। মাংস উৎপাদনের জন্য তারা এ খমার গড়ে তুলেন। স্থানীয় বাজারসহ লক্ষ্মীপুরের বাইরেও তারা ভেড়া বিক্রি করতেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের খামারের ৩৭৫টি ভেড়া ভেসে যায়। ভেড়া সাঁতার কাটতে না পারায় সবগুলো মারা যায়। এতে তাদের প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।


খামারী আবুল কাশেম জানিয়েছেন, ৩৮১টি ভেড়ার মধ্যে ৩৭৫টি মারা গেছে। ঘটনাস্থল থেকে খামারের দুই অংশীদার নিজাম ও মঞ্জু খবরটি আমাদেরকে জানিয়েছে। ভেড়াগুলো মরে আমাদের ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এতে আমাদের সর্বনাশ হয়ে গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com