শিরোনাম
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ০৯:২৩
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে সতর্ক সংকেত জারি করায় শুক্রবার (৮ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।


এদিকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সেন্টমার্টিনে রাত্রিযাপনকারী যাওয়া প্রায় এক হাজার পর্যটক শুক্রবার ফেরার কথা থাকলেও ফিরতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হাবিব খান। তবে, স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও জানান তিনি।


টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে চলাচলকারী দ্য আটলান্টিক ক্রুজের কক্সবাজার অফিস ইনচার্জ নাসির উদ্দিন জানান, সমুদ্রে ৩নং সতর্ক সংকেত থাকায় শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলবে না। এ সংক্রান্ত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।


সেন্টমার্টিন পুলিশ জানায়, আটকে পড়া পর্যটকরা দ্বীপের ১০৬টি হোটেল-মোটেল ও কটেজে অবস্থান করবে। তাদের প্রশাসনিকভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা গন্তব্যে ফিরতে পারবেন।


কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আবসার জানান, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আবহাওয়া ভালো হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।


তিনি আরো জানান, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বর্তমানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, দ্য আটলান্টিক, এমভি ফারহানসহ তিনটি জাহাজ চলাচল গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com