শিরোনাম
পিরোজপুর থেকে কলকাতা যাওয়া যাবে বাসে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ২০:২৩
পিরোজপুর থেকে কলকাতা যাওয়া যাবে বাসে
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুর-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে শুক্রবার (৩১ অক্টোবর)।


পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাতটায় বাসটি কলকাতার নিউমার্কেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং দুপুর দুটায় গন্তব্যে পৌঁছাবে।


কলকাতা থেকেও একই সিডিউলে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পথে বাংলাদেশ ও ভারত সীমান্তের বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।


গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১ হাজার ২০০ টাকা বলে জানান এ সার্ভিসের পিরোজপুর প্রান্তের কাউন্টার প্রতিনিধি মো. নজরুল ইসলাম।


এ বাস সার্ভিসের পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে কাউন্টার থাকবে। পিরোজপুরে ০১৯১৯১৬৬৫০০ ও ০১৯১৯৭৭৭৩০৩ এবং বাগেরহাটে ০১৭৮৪১৭১৭২২ ও ০১৯৬৬৭৩৭২ মোবাইল নম্বরে কল করে টিকেট বুকিংসহ সকল তথ্য পাওয়া যাবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com