শিরোনাম
যমুনায় ইলিশ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদণ্ড
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ২০:০০
যমুনায় ইলিশ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১৯ জনকে ১০দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২১ অক্টোবর) দুপুরে তাদেরকে এ দণ্ড দেয়া হয়। এ সময় ইলিশ মাছ কিনতে আসা এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী হুমায়ুন কবির নামে এক ভুয়া সাংবাদিককেও আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত।


আটক হুমায়ুন কবিরের বাড়ি গাজীপুর জেলায়। রবিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।


টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে জেলেরা ইলিশ মাছ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com