শিরোনাম
ইলিশ কিনে জরিমানা গুণলো ৬ ক্রেতা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৫৭
ইলিশ কিনে জরিমানা গুণলো ৬ ক্রেতা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিশেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে জারিমানা দিলেন মহিলাসহ ছয়জন ক্রেতা।মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে তাদের অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন ও কামারখাড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।


এ সময় সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেন। আটককৃতরা হলেন- জিয়াসমীন আক্তার (৪১), হৃদয় খান (১৯), আকাশ দেওয়ান (২০), নুরউদ্দিন (৩২), মো. মমিন (৪০), ফাতেমা আক্তার (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার তাদের প্রত্যেককে ৩ হাজার করে অর্থদণ্ড দেন। পরে জব্দকৃত মাছগুলো মাদ্রাসায় বিতরণ করা হয়।


ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও ক্রয় করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা ৯ অক্টোবর থেকে ৩১ ফক্টোবর পর্যন্ত বলবদ থাকবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com