শিরোনাম
পুলিশি বাধায় আবরারের বাড়ি যেতে পারেনি বিএনপি নেতারা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৪
পুলিশি বাধায় আবরারের বাড়ি যেতে পারেনি বিএনপি নেতারা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশি বাধায় আবারের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত না করেই ঢাকা ফিরতে হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।


রবিবার বেলা সাড়ে ১১টায় ভেড়ামারায় লালন লাহ সেতু পার হয়ে কুষ্টিয়ায় ঢুকলে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। পুলিশ তাকে ফিরিয়ে দেন।


এ সময় আমানউল্লাহ আমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আবারের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাত করতে চেয়েছিলাম। কবর জিয়ারত করে দলের সভায় যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু এই স্বৈারাচার সরকার আমাদের বাধা দিল। পুলিশের বাধায় আমরা যেতে পারলাম না। আমরা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানাই।


তিনি বলেন, ‘এভাবে দেশ ও গণতন্ত্র চলতে পারে না। আমরা ৯ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। গণতন্ত্র একদিন মুক্ত হবেই’।


পরে তিনি ঢাকায় ফিরে যান। এ সময় কুষ্টিয়া জেলা বিএপির সভাপতি মেহেদী রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com