শিরোনাম
‘বিএনপির আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো’
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ২২:০২
‘বিএনপির আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।


শনিবার (১২ অক্টোবর) দুপুরে আশুলিয়ার কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


তথ্য প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ক্যান্টনমেন্ট থেকে দেশে মদ জুয়ার আসরের লাইন্সেস দিয়েছে। এরপর দেশে ক্যাসিনো ব্যবসার লাইসেন্স দিয়েছিলো তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা আব্বাস।


ডা. মুরাদ হাসান বলেন, পুলিশের হাতে গ্রেফতার লোকমান, খালেদ বিএনপির প্রোডাক্ট। বর্তমান সরকার এসব দুর্নীতিবাজদের গ্রেফতার করে জনসমক্ষে নিয়ে এসেছে। দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে, দুর্নীতি বাজরা কেউ রক্ষা পাবে না।


তিনি আরো বলেন, বিএনপি স্বপ্ন ভঙ্গ হতাশা দেউলিয়া দল। অথচ বিএনপি নেতারা দেশে বড় বড় লেকচার ও বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি, জামায়াত পাকিস্তানের এজেন্ট, তাই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।


তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।


মন্ত্রীর সঙ্গে এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com