শিরোনাম
লামায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:৩৯
লামায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।


উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় এতে সহকারী কমিশনার (ভুমি) ইশরাত সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।


এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।


সভায় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, জমি রেজিষ্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ ১৮টির মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্ম সনদ লাগে। এছাড়া এসডিজির লক্ষ্য পূরণের সাথেও জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


বিবার্তা/আরমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com