শিরোনাম
ক্যাসিনোর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই: হানিফ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১২:৫৮
ক্যাসিনোর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্যাসিনোর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, তবে সংশ্লিষ্টতা খুঁজলে বিএনপি এর দায় এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেনআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।


তিনি বলেন, ক্যাসিনোর সাথে জড়িত সে আওয়ামী লীগের হলেও অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে এ কথা বলেন তিনি।


ক্যাসিনোর সাথে যারা রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্য হানিফ বলেন, এর সাথে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের লোকও আছে। তবে গ্রেফতারকৃত লোকমান বেগম খালেদা জিয়ার ঘনিষ্টজন। মির্জা আব্বাসের হাতে জিকে শামীমের উত্থান। মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির আরো দুই-একজন নেতাকে জিকে শামীম মাসোহারা দিতেন। বিএনপি এসব দায় এড়াতে পারেনা। তাই যারা ক্যাসিনোর সাথে আওয়ামী লীগকে জড়াতে চান তারা আসলে দেওলিয়া হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না।


হানিফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী সকল ধরনের দূর্ণীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।


তিনি বলেন, বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হোক তা বিএনপির নেতারাই চান না। গত চার মাস ধরে তার আইনজীবী মুভ করেন না। বিএনপি আসলে তাকে কারাগারে রেখে মুক্তির জন্য আন্দোলনের নাটক করে একটা অপরাজনীতি করার চেষ্টা করছে।


এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com