শিরোনাম
বরিশালে ইলিশের বাজার চড়া
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১১:৫৩
বরিশালে ইলিশের বাজার চড়া
জসিম উদ্দিন
প্রিন্ট অ-অ+

দুর্গপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি হওয়ায় বরিশালের পোর্ট রোড পাইকারী বাজারে ইলিশের দর অনেকটাই বেড়ে গেছে। এযাবৎ চাহিদার প্রায় চৌদ্দ হাজার মণের বিপরীতে দুই হাজার মণ ইলিশ বরিশাল থেকে ভারতে পাঠানো হয়েছে।


এদিকে ভড়া মৌসুমে ইলিশের আমদানি ৪ থেকে ৫ গুণ বাড়লেও বাজার দর তেমনটা কমেনি। যার কারণে স্থানীয় সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে হিমসিম খাচ্ছে।


বাজার ঘুরে জানা গেছে, ২০১২ সালের জুনে ইলিশ রফতানি বন্ধ ঘোষণার পর বরিশাল নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের উপস্থিতি কমতে থাকে। তবে সরকার এক সপ্তাহের জন্য ভারতে ইলিশ রফতানির ঘোষণা দেয়ায় এ কেন্দ্রে ইলিশের আমদানি অনেক বেড়েছে। এখানে এক কেজি ইলিশ ৯৫০ টাকা। রফতানিযোগ্য সাইজ (৬০০-৯০০ গ্রাম) টাকা। আধা কেজির ইলিশ ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


বাজারে আসা ক্রেতারা মোবারক হোসেন জানান, গত ৪ থেকে ৫ দিন আগেও ইলিশের দাম সহনীয় ছিল। এখন ইলিশের দর অনেক বেড়ে গেছে, কেনার সাধ্য নেই। আবার ইলিশের দর বাড়ার কারণে অন্যান্য মাছের দরও বাড়তি।


মাছ ব্যবসায়ী ইয়ার হোসেন বাচ্চু বলছেন, ভারতে ইলিশ রফতানি হলে তাদের সুবিধা। তবে স্বল্প সময়ের জন্য মাত্র একজন এজেন্টকে ইলিশ রফতানির সুযোগ দেয়ায় তাদের খুব একটা লাভ হবে না।


মৎস আড়ৎদার এসোসিয়েশন সভাপতি অজিত কুমার দাস বলেন, ইলিশ রফতানিতে ব্যবসায়ীদের অসুবিধা নেই। পূজা উপলক্ষে প্রতি বছর ইলিশের বাজার চড়া থাকে। এবারও ক্রেতাদের বাড়তি দামে ইলিশ কিনতে হচ্ছে।


মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস বলেন, রফতানি হলে দাম বৃদ্ধি পায়। এতে জেলেদের সুবিধা হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পেলে দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে চলে আসবে বলে জানান এ কর্মকর্তা।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com