শিরোনাম
বোমা তৈরির ল্যাব ফতুল্লার জঙ্গি আস্তানা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪
বোমা তৈরির ল্যাব ফতুল্লার জঙ্গি আস্তানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘিরে রাখা জঙ্গি আস্তনাটি মূলত নব্য জেএমবির বোমা তৈরির ল্যাব বলে জানা গেছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


সোমবার (২৩ সেপ্টেম্বর) তৌহিদুল ইসলাম বলেন, আটক হওয়া নব্য জেএমবির অন্য সদস্যদের কাছ থেকে সন্ধান পেয়ে এই আস্তানাটি অভিযানের জন্য ঘিরে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, এটি একটি বোমা তৈরির ল্যাব।


কতজন জঙ্গি ওই আস্তানায় রয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাসার ভেতরে কয়জন আছে তা বলতে পারছি না। বাসাটিতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে।


নব্য জেএমবির চিহ্নিত কেউ আছেন কিনা সেখানে জানতে চাইলে তৌহিদুল ইসলাম বলেন, এখনি তা বলতে পারছি না, অভিযান শেষে তা বোঝা যাবে।


এর আগে, সোমবার ভোর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে


টিনশেডের বাড়িটি তক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের মালিকানাধীন বলে জানায় পুলিশ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com