শিরোনাম
বরগুনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭
বরগুনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে বজ্রপাতে সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।


জানা গেছে, সকালে সোবাহান ও ইউসুফ বাজার করতে মোটরসাইকেলে করে খেকুয়ানী বাজারে যান। বাজার শেষে দুপুরে বাড়িতে ফিরছিলেন তারা। পথে বৃষ্টি শুরু হলে ডালাচারা গ্রামের জালাল চৌকিদার বাড়ীর দরজায় রেইন্টি গাছের নিচে অবস্থান নেন। এসময় ওই গাছের ওপরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


বৃষ্টি শেষে স্থানীয় লোকজন বজ্রপাতে গাছ পুড়ে যাওয়ায় দৃশ্য দেখতে এসে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। পরে বাড়ির লোকজন এসে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে যান।


মৃতদের বড় ভাই হারুন খান বলেন, আমার সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আমার দুই ভাইয়ের পরিবার চলবে।


গুলিশাখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা স্তব্ধ হয়ে গেছে।


আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মনিরা পারভীন জানান, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com