শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই: হানিফ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০
ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই। ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে, মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে।


রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, মানুষকে আরো সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনায় কাজ চলমান থাকায় ইতিমধ্যেই ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে। কিন্তু জেলা পর্যায়ে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।


হানিফ বলেন, জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সকল প্রশাসন একসাথে কাজ করছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।


এসময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, কুষ্টিয়ায় গত চব্বিশ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ২৮ জন। চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালসহ চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com