শিরোনাম
কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে চুল্লি মালিককে জরিমানা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮
কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে চুল্লি মালিককে জরিমানা
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার রূপসায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে এক কারখানা (চুল্লি) মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গিলাতলা এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এসময় চুল্লির মালিক গোয়ালবাথান গ্রামের আব্দুল রশিদের ছেলে নজরুল ইসলামকে জরিমানাসহ চুল্লি সিলগালা করে দেয়া হয়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কারণে, পরিবেশ ও স্থানীয় মানুষদের নানা সমস্যা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে চুল্লির মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com