শিরোনাম
রংপুর উপ-নির্বাচনে বিএনপি নেতা সামু আলোচনায়
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২
রংপুর উপ-নির্বাচনে বিএনপি নেতা সামু আলোচনায়
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপি নেতাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান সামু।


বিএনপি নেতাকর্মীরা মনে করেন, সামসুজ্জামান সামু যদি প্রার্থী হন তাহলে নির্বাচনে ভালো ফলাফল আসতে পারে। কারণ তিনি দলীয়ভাবে যেমন জনপ্রিয় তেমনি রয়েছে সু-পরিচিতি, সুখ্যাতি। বিএনপি নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে তার গ্রহণযোগ্যতা।


সামু স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এছাড়া তিনি রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কারমাইকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদক, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়কসহ বিএনপি বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


এ কারণে নগরীসহ জেলার সর্বত্র তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিভিন্ন ধরণের সমাজসেবা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপি ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তার সুর্ম্পক রয়েছে।


এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের স্ত্রী, সাধারণ সম্পাপক শহিদুল ইসলাম মিজুর নামও শোনা যাচ্ছে।


বিবার্তা/সোহেল/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com