শিরোনাম
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৬:০২
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত আট জনের পরিচয় শনাক্ত ও মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। এছাড়াও সকালে ওই দুর্ঘটনায় ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সুদীপ কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল।


এর আগে, শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।


ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, শনিবার রাতেই নিহতদের স্বজনরা উপস্থিত হয়ে নিজ নিজ স্বজনের মরদেহ শনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনায় আহত ১৮ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।


দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসের সুপারভাইজার গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার হানিফ মিয়া, ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর এলাকার ওয়াহিদুজ্জামান, নড়াইল কালিবাড়ী এলাকার লিপি আক্তার, লড়াইল বনগ্রাম এলাকার আলী খন্দকার ও তার নাতী কেয়া আক্তার, কাশিয়ানীর শিবপুর এলাকার আবদুল্লাহ, গোপালগঞ্জ কাঠিবাড়ী এলাকার ফারুক হোসেন ও গোপালগঞ্জ সদর উপজেলার আসমা আক্তার।


শনিবার দুপুরে কমফোর্ট হাইওয়ে পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ব্রিজের বাঁশের তৈরি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত ২০ জনকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন আরো দু’জনের মৃত্যু হয়।


ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে। জেলা প্রশাসন থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com