শিরোনাম
লোহাগড়ায় ২৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১০:৫৪
লোহাগড়ায় ২৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে ২৫০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।


৮১ লাখ টাকা ব্যয়ে ওই গ্রামের সাড়ে চার কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে আলো জ্বালিয়ে হলদাহ গ্রামে ২৫০টি পরিবারে বিদ্যুৎ প্রদানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু।


গ্রামের মানুষ যেন শহরের সুবিধা পান সে লসরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছিল, যা এখন বাস্তবায়ন হচ্ছে।


নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়া উপজেলার পরিচালক আবু আব্দুল্লাহ, লোহাগড়া সাব জোনাল অফিসের এজিএমকম মো. গোলাম রব্বানী, ওয়্যারিং পরিদর্শক মো. নাজমুল হক, মো. সাইফুর মোল্যা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফসিয়ার রহমান, মুক্তিযোদ্বা মো. আকবর শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তোফায়েল মাহামুদ তুফান প্রমুখ।


এ সময় বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী, ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। হলদাহ গ্রামের সাইফুর মোল্লা বলেন, ১৫ বছর পর বিদ্যুৎ পেয়ে আমি অনেক খুশি।


বিবার্তা/মিলু/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com