শিরোনাম
ডেঙ্গু নিয়ে জাতির কাছে সরকার দায়বদ্ধ: তাজুল ইসলাম
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৮:০১
ডেঙ্গু নিয়ে জাতির কাছে সরকার দায়বদ্ধ: তাজুল ইসলাম
হবিগঞ্জ থেকে
প্রিন্ট অ-অ+

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ে জাতির কাছে সরকার দায়বদ্ধ। এ বিষয়ে যারা দায়বদ্ধ তাদেরকে অপমান অপদস্থ করে ডেঙ্গু নির্মূলে কাজ করতে দেয়া হচ্ছে না।


শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা। এ জন্য জাতিসংঘসহ বাংলাদেশ সরকার কাজ করে চলছে।


এর আগে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।


উল্লেখ্য, সরকারের বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এ কিচেন মার্কেট নির্মাণ করে হবিগঞ্জ পৌরসভা।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com