শিরোনাম
সিলেটকে ভিক্ষুকমুক্ত করবই: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৫:২৩
সিলেটকে ভিক্ষুকমুক্ত করবই: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার সব সময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অস্বচ্ছল ও অসুস্থদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আছেন। সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে চাই।


তিনি বলেন, সামাজিক নিরাপত্তার আওতায় সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে প্রশাসন কাজ করছে। আমি আশাবাদী এতে আমরা সফল হব।


শনিবার (২৪ আগস্ট) সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে কিডনি, ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ প্রমুখ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com