শিরোনাম
ময়মনসিংহে বন্দুকযুদ্ধে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু
প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ০৮:৩৮
ময়মনসিংহে  বন্দুকযুদ্ধে হত্যা মামলার প্রধান  আসামির মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন।


বুধবার (২১ আগস্ট) দিনগত রাত ১ টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁওয়ের চাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম এখলাছ উদ্দিন (৩০)।


ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি ১২ বোর রিভলভার, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।


ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল ও মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়।


এ সময় ঘটনাস্থলে চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী এখলাছ উদ্দিনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি আরো জানান, নিহত এখলাছ উদ্দিনের নেতৃত্বে ডাকাতরা ২৭ জুলাই রাতে একজন অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি, দুইটি মাদক ও একটি হত্যা মামলাসহ ছয়টির বেশি মামলা রয়েছে।


বিবার্তা/বাপ্পী/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com