শিরোনাম
যশপাল সাক্সেনার ইফতার মাহফিল
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১৯:৪৪
যশপাল সাক্সেনার ইফতার মাহফিল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজধানী নয়া দিল্লীর রবিবারের সন্ধ্যা। তীব্র গরম পড়ছে। এরই মধ্যে একদল লোকের মাঝখানে বসে আছেন যশপাল সাক্সেনা (৫৯)। ধর্মে তিনি হিন্দু, কিন্তু মুসলিম রোজাদারদের জন্য আয়োজন করেছেন ইফতারের।


এ মানুষটির ছেলেকেই কয়েক মাস আগে পশ্চিম দিল্লীর রঘুবীর নগরে বাড়ির কাছেই এক মুসলিম দম্পতি নির্মমভাবে হত্যা করেছে। কারণ, ওই দম্পতির মেয়ের সঙ্গে প্রেম ছিল যশপালের ছেলে অঙ্কিতের।


ছেলেহারা সেই দুঃখী বাবা যশপাল সাক্সেনাই গত রবিবার নিজ বাড়ির সামনের এক চিলতে জায়গায় আয়োজন করেন ইফতার মাহফিলের। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে বিশিষ্ট মুসলিমসহ শতাধিক লোক সমবেত হন। ইফতার শুরুর ক'মিনিট আগে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন যশপাল। বলেন, যখন ছেলের কথা মনে পড়ে তখন আমি (আবেগে) কাঁপি আর কাঁদতে থাকি। সে ছিল আমার কলিজার টুকরা, আমার হিরো।


তিনি বলেন, ওকে যারা হত্যা করেছে তারা মুসলিম। কিন্তু তাই বলে আমি ওই গোটা সম্প্রদায়কে ঘৃণা করবো, তা নয়।


যশপাল বলেন, আমি চাই আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি হোক। কিন্তু আমি তো কোনো ধর্মকে ঘৃণা করার কথা বলতে পারি না। সূত্র : আল জাজিরা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com