শিরোনাম
গরিলা হাঁটছে মানুষের মতো
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৯:৫৭
গরিলা হাঁটছে মানুষের মতো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষের সঙ্গে যে প্রাণীর মিল সবচেয়ে বেশি তার মধ্যে গরিলা অন্যতম। মাটিতে ভর দিয়ে গরিলা চলাফেরা করে। তবে মাঝে মধ্যে গরিলাদের দুই পায়ে ভর দিয়ে হাটতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চিড়িয়াখানা গরিলার আচরণ বদলে গিয়েছে।


বিশেষ করে এই গরিলার হাতে যখন খাবার থাকে। তখন তাকে দুই পায়ে চলতে দেখা যায়। সম্প্রতি গরিলার এই হাটা ভিডিও করে টুইটার ও ফেসবুকে শেয়ার করা হয়। লোকজন দেখেন অবিকল মানুষের মতই হাঁটছে গরিলাটি।


১৮ বছর বয়সী এই গরিলাটি ফিলাডেলফিয়া চিড়িয়াখানার সবার আকর্ষণ। ভিডিও দেখার পর অনেকে বিশ্বাসই করতে চাননি এটা গরিলার হাটা। অনেকে বলেন, এটা গরিলার পোশাক পড়ে মানুষ হাঁটছে।


৬ ফুট লম্বা এই প্রাইমেটের বর্তমান ওজন ২০০ কিলোগ্রাম,১৯৯৯ সালের মে মাসে জন্ম। মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানায় জন্ম। ২০০৪ সালে একে ফিলাডেলফিয়ার চিড়িয়াখানায় আনা হয়।


গরিলার হাটার ভিডিও



বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com