৩০ সেকেন্ডে পরচুলায় ৯৭টি ক্লিপ বসিয়ে রেকর্ড
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৪:৪৩
৩০ সেকেন্ডে পরচুলায় ৯৭টি ক্লিপ বসিয়ে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র ৩০ সেকেন্ড সময়। এর মধ্যেই মাথায় একে একে ৯৭টি ক্লিপ পরালেন তিনি। আর তাতেই অনন্য একটি নজির গড়লেন। সবচেয়ে কম সময়ে এতগুলো ক্লিপ পরানোর বিশ্ব রেকর্ড করে ফেললেন।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এক খবরে বলা হয়, আফ্রিকার দেশ নাইজেরিয়ার নারী হেলেন ইউলিয়ামস গড়লেন এই রেকর্ড। দেশটির লাগোস শহরে পরচুলার ব্যবসা করেন তিনি। এ কাজে ভাগ্য বদলেছে তাঁর। একে একে চারটি বিশ্ব রেকর্ডের মালিক বনেছেন তিনি। সবই পরচুলা ঘিরে।


প্রথম বিশ্ব রেকর্ডটি হয় ২০২৩ সালের জুলাইয়ে। ওই সময় ৩৫১ দশমিক ২৮ মিটার বা ১ হাজার ১৫২ ফুট ৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি পরচুলা বানান হেলেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এটা বিশ্বের বুকে হাতে বানানো সবচেয়ে লম্বা পরচুলা।


এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে হেলেন আরেকটি বড়সড় পরচুলা বানান। সেটি চওড়ায় ৩ দশমিক ৬৫ মিটার বা ১১ ফুট ১১ ইঞ্চি। এটা সবচেয়ে চওড়া পরচুলার স্বীকৃতি পায়।


এরপর আর বসে থাকেননি হেলেন। একটি পরচুলা পরা মাথায় মাত্র ৩০ সেকেন্ডে ৯৪টি চুলের ক্লিপ পরিয়ে নতুন আরেকটি বিশ্ব রেকর্ড গড়েন তিনি। গত জুলাইয়ে এর স্বীকৃতিও পান। আগস্টে সেই রেকর্ডও ভেঙে দেন হেলেন। এবার পরচুলা পরা মাথায় ৩০ সেকেন্ডে ক্লিপ পরান ৯৭টি।


লাগোসে হেলেন ও তাঁর দল প্রতিদিন প্রায় ৫০টি পরচুলা বানান। তবে সবই যে রেকর্ড ভাঙা, তেমনটা নয়। তবে হেলেন বেশ পরিশ্রমী হিসেবে পরিচিত। সবচেয়ে লম্বা পরচুলা বানানোর সময় তিনি টানা ১১ দিন কাজ করেছিলেন।


জীবনের কঠিন সময় পাশে থাকা ও সমর্থন দেওয়ার জন্য পরিবারের সদস্য ও বন্ধুদের ধন্যবাদ জানান হেলেন। বিশ্বের সবচেয়ে বড় পরচুলা বানানোর প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন তিনি। তবে সেটা দীর্ঘ মেয়াদে। স্বল্প মেয়াদে হেলেনের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে উঁচু পরচুলা বানানো। আর সেই কাজে হয়তো তিনি আরেকটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলতে পারেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com