
সালটা ২০১৫, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকত ২ বছর বয়সী তার পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে।
এরপর গত ১৭ জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, ৯ বছরে অনেকটাই পাল্টে গেছে গিজমো। তাকে অসুস্থ অবস্থায় এক মহিলা খুঁজে পান। এরপর শহরের ওই পশু হাসপাতালে রেখে যান তিনি।
মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। এখন অনেকটাই অসুস্থ। তা সত্ত্বে ও গিজমোকে বাড়িতেই নিয়ে আসেন মোনারেজ। নিজের কাছে রেখেই কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]