১ মিনিটে ১১০টি পেনসিল ভেঙে রেকর্ড!
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০২:৩১
১ মিনিটে ১১০টি পেনসিল ভেঙে রেকর্ড!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়াল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভঙ্গকারী ডেভিড রাশ তাঁর আগের একটি রেকর্ড আবার ফিরে পেয়েছেন। ১ মিনিটে তিনি ১১০টি পেনসিল ভেঙে রেকর্ড গড়েছেন।


যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের নাগরিক ডেভিডের লক্ষ্য হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শিরোপাগুলো নিজের নামে হালনাগাদ করে রাখা। ২০১৯ সালে এক মিনিটে তিনি সবচেয়ে বেশি পেনসিল ভাঙার রেকর্ড করেছিলেন। সেবার তিনি ৯৮টি পেনসিল ভাঙতে পেরেছিলেন।


তবে পরবর্তী সময়ে এই রেকর্ড বেশ কয়েকবার ভেঙে তাঁর হাতছাড়া হয়ে যায়। ডেভিডও ১১১টি পেনসিল ভেঙে নতুন রেকর্ডের দ্বারপ্রাপ্তে পৌঁছে গিয়েছিলেন। তবে সেবার তাঁর স্টপওয়াচ অপারেটরের সঙ্গে একটু এদিকে–সেদিক হয়ে যাওয়ায় রেকর্ডটি হতে হতে ফসকে যায়।


ডেভিড এক সপ্তাহ পর আবারও নতুন রেকর্ড গড়ার উদ্যোগ নেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর তিনি ১১০টি পেনসিল ভাঙতে সক্ষম হয়ে যুগ্মভাবে গিনেস রেকর্ডের অধিকারী হন। ২০২২ সালে এই রেকর্ড গড়েছিলেন রোনাল্ড সারচেইন। তিনিও মার্কিন নাগরিক।


এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে ডেভিড এখন একসঙ্গে ১৬৯টি রেকর্ডের মালিক। তাঁর লক্ষ্য হলো ১৮১টি রেকর্ডের মালিক হওয়া।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com