
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মিডটাউন ম্যানহাটনে সবচেয়ে ছোট্ট এক অ্যাপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। সেই অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে ১ হাজার ২০০ মার্কিন ডলার।
গত সোমবার মার্কিন আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান ডগলাস এলিম্যানের এজেন্ট ওমর ল্যাবক ইনস্টাগ্রামে সেই অ্যাপার্টমেন্ট ঘুরে দেখার ভিডিও পোস্ট করেন।
মিডটাউন ম্যানহাটনে সেই ভবনের বাইরে ওমর ল্যাবককে বলতে শোনা যায়, ‘ম্যানহাটনে সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টটি এই ভবনে। চলুন ঘুরে দেখি।’
ভবনের তৃতীয় তলায় অ্যাপার্টমেন্টের দরজাটি খুলে ভেতরে ঢোকেন ল্যাবক। খালি কক্ষে শুধু একটি খালি ওয়ার্ডরোব ছিল।
ভিডিওর আরেকটি ক্লিপে দেখা যায় কক্ষের অপর প্রান্তে একটি জানালা রয়েছে। আগুন লাগলে সেটি দিয়ে জরুরি নিচে নামার সিঁড়ি রয়েছে। পাশের অন্যান্য ভবনও দেখা যায়। এই হলো পুরো অ্যাপার্টমেন্ট।
তবে এই অ্যাপার্টমেন্টে নেই কোনো শৌচাগার, নেই কোনো রান্নাঘর। ওমর ল্যাবক বলেন, ‘আমি আকারে অত বড়সড় নই। কিন্তু দুই হাত দুই দিকে বাড়ালে আমি অ্যাপার্টমেন্টে দেয়াল স্পর্শ করতে পারি। আমার মনে হয়, এটিকে আমি ম্যানহাটনের সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্ট বলতে পারি। এই অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ১ হাজার ২০০ মার্কিন ডলার।’
ওমর ল্যাবক বলেন, এখন আপনারা সম্ভবত অবাক হবেন, কোথায় শৌচাগার। এর জন্য আপনাকে কক্ষের বাইরে পা দিতে হবে। এবং অন্যদের সঙ্গে এই সুবিধা ভাগ করে নিতে হবে।
এজমালি এই ওয়াশরুমে যেতে ওমর বারান্দা দিয়ে হাঁটতে থাকেন। এরপর একটি অ্যাপার্টমেন্টকে অতিক্রম করে পৌঁছে যান লক্ষ্যে। সেখানে রয়েছে একটি সিংক, টয়লেট ও শাওয়ার। ভিডিওর ক্যাপশনে ওমর লিখেছেন, ‘আপনি কি সেখানে বাস করতে চান?’
ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুতই এটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, এটি কীভাবে অনুমোদন পায়? আরেকজন লিখেছেন, ‘আমি বরং গাড়ি থেকে বেরিয়ে ব্যায়ামাগারের শৌচাগার ব্যবহারকে বেশি পছন্দ করব।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]