ফ্রান্সের প্যারিসের ল্যুভর মিউজিয়ামে থাকা লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসায় রবিবার স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী। তবে বুলেটপ্রুফ কাচের মধ্যে সংরক্ষিত থাকায় চিত্রকর্মটি নষ্ট হওয়ার আশঙ্কা নেই।
ষোড়শ শতাব্দীতে চিত্রকর্মটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
চিত্রকর্মটির সামনে দাঁড়িয়ে ওই বিক্ষোভকারীরা বলেন, 'কোনটি বেশি গুরুত্বপূর্ণ? শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্যের অধিকার? আপনাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্ণ।'
জ্বালানির দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষকরা বিক্ষোভ করছেন।
১৯৫০-এর দশকের শুরু থেকে মোনালিসা সেফটি গ্লাস দিয়ে সুরক্ষিত রয়েছে। সেসময় একজন দর্শনার্থী অ্যাসিড ছুড়ে এর কাঁচ নষ্ট করে ফেলেন।
২০২২ সালে এক বিক্ষোভকারী চিত্রকর্মটিতে কেক ছুড়ে মেরেছিলেন এবং মানুষকে 'পৃথিবীর কথা ভাবার' আহ্বান জানিয়েছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]