উড়োজাহাজে লাগেজ রাখার জায়গায় জীবন্ত সাপ!
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:১৭
উড়োজাহাজে লাগেজ রাখার জায়গায় জীবন্ত সাপ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারি, থাইল্যান্ডে। উড়োজাহাজটি ছিল এয়ারএশিয়ার ফ্লাইট এফডি ৩০১৫। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে পর্যটন শহর ফুকেটে যাচ্ছিল উড়োজাহাজটি।


সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ–আকাশে থাকা অবস্থায় এয়ারএশিয়ার উড়োজাহাজটির আসনের ওপর লাগেজ রাখার জায়গায় ছোট একটি সাপ দেখা যায়।


প্রতিবেদনে বলা হয়েছে, সাপটি দেখার পর উড়োজাহাজের যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। ভয় পান অনেকেই। আশপাশের আসনগুলো থেকে যাত্রীরা উঠে যান। আর এসব চিত্র দেখা গেছে টিকটকে ছড়িয়ে পড়া ছোট একটি ভিডিওতে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম উতুসানটিভি নিজেদের টিকটক চ্যানেলে ভিডিওটি পোস্ট করেছে।


ভিডিওতে দেখা যায়, যাত্রীদের হুলুস্থুল দেখে তাৎক্ষণিকভাবে একজন ক্রু এগিয়ে আসেন। তিনি সাপটি ধরে একটি পানির বোতলে ঢোকানোর চেষ্টা করেন। পরে সাপটি আবর্জনার ব্যাগে ভরে ফেলেন তিনি। এরপর স্বস্তি ফেরে যাত্রীদের।


টিকটকে এই ভিডিও দেখে অনেকে ২০০৬ সালে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রের সঙ্গে ঘটনাটির মিলের কথা লিখেছেন। ওই চলচ্চিত্রের নাম স্নেক অন আ প্লেন। বাংলায় অনুবাদ করলে হয় ‘উড়োজাহাজে সাপ’। আলোচিত সেই চলচ্চিত্রে একটি যাত্রীবাহী উড়োজাহাজের ভেতর কয়েক ডজন বিষধর সাপের উপস্থিতি এবং এরপরের ঘটনাবলির চিত্রায়ন করা হয়েছে।


উড়োজাহাজে সাপের উপস্থিতির ঘটনায় একটি বিবৃতি দিয়েছে এয়ারএশিয়া। বিবৃতিতে প্রতিষ্ঠানটির করপোরেট নিরাপত্তাবিষয়ক প্রধান ফোল পমপুয়াং বলেন, উড়োজাহাজে সাপ খুঁজে পাওয়ার ঘটনা সরচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রু দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছেন। ফলে বড় কোনো অঘটন ঘটেনি। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে।


এয়ারএশিয়ার উড়োজাহাজটিতে কোন প্রজাতির সাপ পাওয়া গেছে, সেটি বিষধর ছিল কি না, সাপটি কীভাবে সেখানে গেল, সেসব জানা যায়নি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com