নড়াইলের সদর উপজেলার নুনক্ষীর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্তের ভিতর মেছো বাঘটি দেখতে পায় এলাকাবাসী। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সংবাদ পেয়ে বাঘটি উদ্ধার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্ম
কর্তারা । এসময় বাঘটি দেখতে শত শত মানুষ নুনক্ষীর গ্রাম আসে।
এব্যাপারে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণিটি সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। প্রাণিটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত থাকবে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
মোহাম্মদ শাহিন আরো বলেন, বন্যপ্রাণি সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরণের বন্যপ্রাণি লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণিকে আটকে রাখা বা হত্যা করবেন না।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]