আজকের রাতটি শুধুই বান্ধবীর
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫
আজকের রাতটি শুধুই বান্ধবীর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ২২ সেপ্টেম্বর। বান্ধবীর সঙ্গে রাত্রীযাপন দিবস। দিনটি তে আপনি ঘরে থাকুন কিংবা বাহিরে, তবে রাতটি শুধুই আপনার বান্ধবীর জন্য। আপনার এক বা একাধিক প্রিয় বান্ধবীদের আজ খোঁজ নিন, সবাই মিলে পরিকল্পনা করে আজকের রাতটি একসঙ্গে উপভোগ করুন।


২০১৮ সালে 'কেটেল ওয়ান বোটানিক্যাল' ২২ সেপ্টেম্বরকে জাতীয় নারী রাত্রিযাপন দিবস হিসেবে ঘোষণা করেন যা প্রতিবছর উদযাপন হয়ে আসছে। এই দিবসটি নারীদের তাদের প্রিয় বান্ধবীর সঙ্গে রাত্রিযাপনের জন্য উৎসাহিত করে, যার ফলে নারীদের মন শিথিল ও উৎফুল্ল হয়ে উঠে।


আজকের রাতটি আপনার জন্য হতে পারে স্মরণীয় একটি রাত। এটি উদযাপনের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে রাতটি ঘরের ভেতরেই উদযাপন করতে হবে। আপনি চাইলে আপনার বান্ধবীদের নিয়ে রাতে কোথাও ঘুরতে যেতে পারেন। এ ছাড়া রাতে ঘরের ভেতর একসঙ্গে মুভি দেখতে পারেন সবাই মিলে, রান্না করতে পারেন মজাদার সব খাবার। এরপর বান্ধবীদের নিয়ে রাতে লুডু, কেরাম, উনোসহ মজাদার খেলার আয়োজন করতে পারেন এতে আপনার মন থাকবে উৎফুল্ল এবং রাতটি হয়ে উঠবে স্মরণীয় একটি রাত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com