টমেটো খরচের আগে কেন জিজ্ঞাসা করেনি, ভাঙল সংসার!
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:৩৩
টমেটো খরচের আগে কেন জিজ্ঞাসা করেনি, ভাঙল সংসার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে এখন টমেটোর দাম বেশ চড়া। কয়েকটি রাজ্যে তো প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ রুপির আশপাশে। একই চিত্র মধ্যপ্রদেশের শাহদল শহরে। এই বাড়তি দামে যখন সাধারণ মানুষের জীবন হাঁসফাঁস, তখন খাবারে দুটি টমেটো দিয়েছিলেন সন্দ্বীপ বর্মণ। তখনো তিনি জানতেন না, কী ঘটতে যাচ্ছে।


সন্দ্বীপ বলেন, খাবারে টমেটো দেওয়ায় চটে যান তাঁর স্ত্রী। দুর্মূল্যের বাজারে টমেটো খরচের আগে স্বামী কেন তাঁকে জিজ্ঞাসা করলেন না, এ নিয়ে শুরু করেন বিতণ্ডা। একপর্যায়ে ব্যাগ গুছিয়ে মেয়েকে সঙ্গে বেরিয়ে যান ঘর ছেড়ে। তারপর একটি বাসে উঠে চলে যান। এরপর তিন দিনেও স্ত্রী ও মেয়ের খোঁজ পাননি সন্দ্বীপ। সবশেষে হাল ছেড়ে দিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।


সন্দ্বীপ যে পুলিশের কাছে গিয়েছিলেন, তা নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা সঞ্জয় জয়সওয়াল। খোঁজখবর চালিয়ে তাঁরা সন্দ্বীপের স্ত্রীর সন্ধান পান মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়। স্বামীর সঙ্গে ঝগড়ার পর সেখানে বোনের বাসায় উঠেছিলেন তিনি।


সন্ধান মেলার পর এবার ওই নারীর অভিমান ভাঙানোর পালা। এখানেও এগিয়ে আসে পুলিশ। সঞ্জয় জয়সওয়াল বলেন, মুঠোফোনে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা বলিয়ে দেয় পুলিশ। শিগগিরই ওই নারী ঘরে ফিরবেন।


পরিস্থিতি বুঝে টমেটোর দাম নিয়ে অস্বস্তি কমাতে নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি শহরে ছাড় মূল্যে খুচরা বাজারে টমেটো বিক্রি করছে তারা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com