
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়ায় বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এ সময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে বাসুদেব হলদার জানান, মঙ্গলবার ভোরে সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলা হয়। পরে সকালে টেনে তুলতেই দেখি জালে বড় একটি পাঙাশ আটকা পড়েছে। এ সময় মাছটি ওজন করে দেখেন ২২ কেজি। পরে মাছটি এটি নিলামে তোলা হয়।
বিবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]