
রামি নাওউস। লেবাননের বাসিন্দা। ক্যানসারজয়ী এই ব্যক্তি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়।
টানা ১২ ঘণ্টা ১২ মিনিট ৮ সেকেন্ড সারি সারি পেরেকের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি।
রামি নাওউস এর আগেও নানাভাবে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। একবার লেবাননে ভূমধ্যসাগরের সৈকত ধরে হেঁটে গিয়েছিলেন ২৬ মাইল। তা-ও খালি পায়ে। উদ্দেশ্য ছিল ক্যানসার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।
রামি নাওউস ভবিষ্যতে ১৩ দশমিক ১ মাইল দীর্ঘ একটি ম্যারাথনে অংশ নিতে চান। ওই ম্যারাথনেও তিনি খালি পায়ে দৌড়াবেন। তবে বরফ ও তুষারের ওপর দিয়ে।
পেরেকের ওপর দাঁড়িয়ে থেকে রেকর্ডের পর রামি নাওউসকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ‘মাত্র একটি মুহূর্ত যে সবকিছু বদলে দিতে পারে, তা সবাইকে বোঝাতে চেয়েছেন রামি। তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করতে নিজেদের স্বাস্থ্য ও ভালো রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
আর এই রেকর্ড নিয়ে রামি নাওউস বলেন, ‘রেকর্ড করার এ অর্জন আমার পথচলার শুরুমাত্র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় আমি আরও বহুবার নাম লেখাব। বিশ্বের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছে দিতে আমি এটিকে মঞ্চ হিসেবে ব্যবহার করব।’
সূত্র : ইউপিআই
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]