চিড়িয়াখানায় ছোট্ট শিম্পাঞ্জির কীর্তি দেখে তাকে শাস্তি দিল মা শিম্পাঞ্জি। মায়ের সেই কড়া শাসনের ভিডিও, ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে মজা পেয়েছেন নেটাগরিকদের একাংশ।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের জনৈক আধিকারিক। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘দর্শকদের দিকে ঢিল ছুড়ছে শিশু। ওরাও আমাদেরই মতো। মা-বাবাই বাচ্চাদের আসল শিক্ষা দিতে পারেন।’’
ভিডিওতে দেখা গিয়েছে একটি চিড়িয়াখানার দৃশ্য। শিম্পাঞ্জির খাঁচার চারপাশে দর্শকেরা ভিড় জমিয়েছিলেন। খাঁচার মধ্যে একটি পাথরের উপর পাঁচ থেকে ছ’টি শিম্পাঞ্জি ছিল। তারা প্রত্যেকেই আপন খেয়ালে কিছু না কিছু করছিল। দর্শকদের দিকে কারও তেমন নজর ছিল না। একটি বাচ্চা শিম্পাঞ্জিকে দেখা যায়, উঠে এসে দর্শকদের দিকে ঢিল ছুড়ছে।
ছানার এই কাণ্ড দেখে আসরে নামে মা শিম্পাঞ্জি। পিছন দিক থেকে সে গাছের ডাল নিয়ে ছানার দিকে তেড়ে আসে। তার পর বেশ কিছু ক্ষণ দুষ্টুমির কারণে মায়ের কাছে মার খায় ছোট্ট শিম্পাঞ্জিটি।
ভিডিওটি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটাগরিকেরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবাক্স। কেউ বলেছেন, এই ভিডিও থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। কেউ আবার বলেছেন, মানুষ যখন চিড়িয়াখানায় গিয়ে পশুপাখিদের দিকে ঢিল ছোড়ে, তখন এই শাসন দেখা যায় না। অনেকের মতে, মানুষের মতো নয়, শিম্পাঞ্জিরা আসলে মানুষের চেয়েও উন্নত প্রাণী।
সূত্র : আনন্দবাজার
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]