
আয়ারল্যান্ডের বাসিন্দা ৪০ বছর বয়সি শেলি জনসন চোখ পলক ঘন করতে গিয়েছিলেন স্থানীয় একটি বিউটি পার্লারে। বাড়ি ফেরার সময়ে বাড়তি পাওনা হিসাবে পেলেন এক জোড়া গোঁফও।
চোখ নিয়ে কাজ করার সময়ে স্বাভাবিকভাবেই চোখ বন্ধ রাখতে হয়। অনেকক্ষণ ধরে কাজটি চলায় শেলি ঘুমিয়ে পড়েছিলেন। কাজ করতে করতে হঠাৎ পার্লারের কর্মী ডেস্ট্রির মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে। তিনি কয়েকটি পলক নিয়ে শেলির গোঁফের জায়গায় হালকা করে আটকে দেন।
যথাসময়ে ঘুম ভাঙে শেলির। চোখে খুলে আয়নার দিকে তাকাতেই আঁতকে ওঠেন তিনি। এসেছিলেন চোখের পলক লাগাতে, বাড়তি পাওনা হিসাবে ঠোঁটের উপরে এক জোড়া গোঁফ দেখে শেলি হঠাৎ কাঁপতে কাঁপতে নিচে পড়ে যান। তাই দেখে খানিক ভয় পেয়ে যান ডেস্ট্রি। তিনি পুরোটাই মজা করার জন্য করেছিলেন। কিছুক্ষণ পরে অবশ্য নিজে থেকেই সুস্থ হয়ে যান শেলি।
ডেস্ট্রির কাছে গোঁফের আসল রহস্য জানার পর নিজেই হাসিতে ফেটে পড়েন তিনি। শেষ পর্যন্ত গোঁফ নিয়েই বাড়ি ফেরেন তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]