গণিতের শিক্ষক চেয়ে অভিনব কায়দায় বিজ্ঞাপন!
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:২৪
গণিতের শিক্ষক চেয়ে অভিনব কায়দায় বিজ্ঞাপন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গণিতের শিক্ষক নেবে রাজ্যের নবসারি জেলার একটি বিদ্যালয়। এ জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপনটির অভিনবত্বে যে কারোরই চোখ আটকে যাওয়ার কথা। ঠিকানা উল্লেখের পাশাপাশি সেখানে আবেদনকারীদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ফোন নম্বরের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে অঙ্কের একটি সমীকরণ। অর্থাৎ সমীকরণটিতে লুকিয়ে আছে ফোন নম্বর। আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে আগে সমীকরণটি সমাধান করতে হবে।


বিজ্ঞাপনটি এতটাই বিস্ময় তৈরি করেছে যে তা সামাজিক যোগোযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বিষয়টি নজর এড়ায়নি ধনকুবের হর্ষ গোয়েঙ্কার। চার লাইনের ছোট্ট বিজ্ঞাপনটি নিজের টুইটারে পোস্ট করেন তিনি। একটি হাসির ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘বিজ্ঞাপনটা দেখলাম!’


গত শনিবার সন্ধ্যায় টুইট করেছিলেন গোয়েঙ্কা। সেটি প্রায় ২০ লাখ ব্যবহারকারী দেখেছেন। লাইক পড়েছে সাড়ে ২১ হাজারের বেশি।


গণিতের শিক্ষক নেওয়ার এই কৌশলে অভিভূত অনেক ইন্টারনেট ব্যবহারকারী। কয়েকজন রীতিমতো সমীকরণটি সমাধানও করে ফেলেছেন। গোয়েঙ্কার টুইটের নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সমীকরণের উত্তর হলো ৯৪২৮১৬৩৮১১; কল করার জন্য দেওয়া ১০ সংখ্যার মুঠোফোন নম্বর। হাতে-কলমে করেছি; ক্যালকুলেটর ব্যবহার করিনি, কারও সাহায্য নিইনি। আপনার পোস্ট দেখার পর দ্রুতই করেছি। স্যার, আমাকে অন্তত অর্থ পুরস্কার দিন!’


মজা করে আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে, ভুল বিদ্যালয়েই আমার কল দেওয়ার সম্ভাবনা বেশি ছিল।’ একজনের মন্তব্য, ‘এই টুইটের নিগূঢ় বার্তা হলো একজন বুদ্ধিমান নিয়োগদাতা একজন দক্ষ কর্মী পেতে যাচ্ছেন।’


সূত্র : এনডিটিভি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com