১৫ টন ওজনের ট্রাক দাঁত দিয়ে টেনে বিশ্ব রেকর্ড!
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:১৮
১৫ টন ওজনের ট্রাক দাঁত দিয়ে টেনে বিশ্ব রেকর্ড!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষ কত অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে! সেটাই যেন করে দেখালেন মোহাম্মদ সুলাইমান নামের এক ব্যক্তি।


তার আগে ভাবুন তো,মানুষের দাঁতের জোর সর্বোচ্চ কত হতে পারে? দাঁত দিয়ে কত শক্তির কাজ করা সম্ভব? ট্রাক টানা সম্ভব? আপনি যদিও বা অসম্ভব ব্লেন সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন সুলাইমান।


তার দাঁতের জোর দেখে হতবাক বিশ্ব। দাঁত দিয়ে ১৫ টন ওজনের ট্রাক টেনে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সুলাইমানের দাঁতের শক্তির সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


মঙ্গলবার (৩ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে গিনেস কর্তৃপক্ষ লিখেছেন, ‘দাঁত দিয়ে সবচেয়ে ভারী (১৫ হাজার ৭৩০ কেজি) যান টেনে নেওয়া আশরাফ সুলাইমান।’


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, মিসরের আশরাফ মাহরুস মোহাম্মদ সুলাইমান ২০২১ সালের ১৩ জুন মিসরের ইসমাইলিয়া এলাকায় দাঁত দিয়ে ১৫ টনের গাড়ি টেনে নেওয়ার রেকর্ডটি করেন। ট্রাকের সামনের বাম্পারে রশি বেঁধে দাঁত দিয়ে সেই ট্রাক টেনে নিয়ে যান তিনি।


ইনস্টাগ্রামে সম্প্রতি শেয়ার হওয়া সুলাইমানের ভিডিওটি ইতিমধ্যে চার লাখ বার দেখা হয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোকের দাঁতের চিকিৎসক কে, আমি সেটি বের করতে চাই।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পুরোটাই পাগলামি।’


তবে, দাঁত দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টানার বিশ্ব রেকর্ডের মালিক সুলাইমান পরবর্তীতে দাঁত দিয়ে বিমান টানার রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন।


সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com