
ঘটনাটি আমেরিকার ওহাইওর। এক ব্যক্তি তার শরীর থেকে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। তারশ্বাসকষ্ট হতে শুরু করে এবং মুখ ফুলে গিয়েছিল। এরপর চিকিৎসকরা তাঁর পরীক্ষা করে দেখতে পান যে তার অণ্ডকোষ থেকে সিটির মতো শব্দ বের হচ্ছে। এ কারণে তার শরীরে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি বাতাস ভর্তি হতে থাকে এবং তার অবস্থার অবনতি হতে থাকে।
৭২ বছর বয়সী এই ব্যক্তি তার শরীর থেকে শব্দ শুনতে পান। এরপর তদন্তে দেখা যায় তার 'হুইসলিং স্ক্রোটাম' আছে। তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টের নতুন এক গবেষণায় এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির শ্বাস-প্রশ্বাস করতে অসুবিধা হচ্ছিল এবং তাঁর মুখ ফুলে গিয়েছিল। তিনি তাঁর অদ্ভুত অবস্থার কথা বলেন। এরপর তাঁকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁর বুকের এক্স-রে করা হয়। এতে দেখা যায় তার শরীরে প্রচুর বাতাস রয়েছে। এ কারণে তার ফুসফুস সংকুচিত হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না করালে হৃদপিণ্ড ও ফুসফুস চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে তাঁর মৃত্যু হতে পারে। পরে ওই ব্যক্তির শরীর থেকে আসা অদ্ভুত শব্দের ব্যাপারেও জানা যায়। এটি তাঁর অণ্ডকোষের বাম পাশে একটি খোলা ক্ষত থেকে আসছে। আসলে, ৫ মাস আগে, লোকটির অণ্ডকোষের অস্ত্রোপচার হয়েছিল (গুপ্ত রোগের কারণে)। সে কারণেই এই ক্ষত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্ট ও ফুলে যাওয়া শরীরে অস্ত্রোপচারের জটিলতার কারণে এমনটি হতে পারে। তবে, তিনিআপাতত ভাল আছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]