
দক্ষিণ চিন সাগরে ভাসমান হংকংয়ের এক রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ দেশটির বৈগ্রাহিক দর্শনীয় স্থান বলেও পরিচিত।
সমুদ্রের মাঝামাঝি ভেসে থাকত বিশাল সেই রেস্তোরাঁ। মঙ্গলবার সকালে হংকংয়ের স্থানীয় সংবাদ সংস্থা টুইটারে একটি ভিডিয় পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে রেস্তরাঁর অর্ধেকের বেশি সমুদ্রের জলে ডুবে গিয়েছে।
এক সপ্তাহ আগেই ভাসমান হোটেলটিতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়।
দক্ষিণ চিন সাগরের নীল জলে চোখ রেখে এই রেস্তোরাঁর ছাদে বসে নৈশাহার সেরেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, হলিউড তারকা টম ক্রুজ কিংবা রিচার্ড ব্রানসনের মত ধনকুবেররা। সেই রেস্তোরাঁ অতিমারির সময়ে দেনায় ডুবেছিল। তবে এ বার সমুদ্রেই তার সলিল সমাধি হতে চলেছে।
বিগত কয়েক বছর ধরেই রেস্তোরাঁটি ক্ষতি স্বীকার হচ্ছিল। লাভের মুখ না দেখে ভারপ্রাপ্ত সংস্থাটি রেস্তোরাঁটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। আচমকাই ভাসমান রেস্তোরাঁর ভিতরে জল ঢুকতে শুরু করে। তাতে ধীরে ধীরে সমুদ্রে ডুবতে শুরু করে রেস্তোরাঁটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]