
২৫ লাখ টাকার গয়না এবং নগদ প্রায় ২ লাখ টাকা চুরি করে পালালো চোর। যাওয়ার সময় মালিকের উদ্দেশে ঘরের টিভি স্ক্রিনে লিখে দিয়ে গেলো, ‘আই লাভ ইউ। ’ চোরের এই রসিকতা থেকে পুলিশও স্তম্ভিত।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিলেন বাংলোর মালিক আসিব জেই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা। বাংলোর বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করে চোরেরা। মঙ্গলবার দুপুরে পরিবারটি বাড়ি ফিরে আসলে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। দেখা যায়, আলমারি ভেঙে নগদ দেড় লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না নিয়ে গিয়েছে চোরেরা। পরে টিভি সেটে 'আই লাভ ইউ' লেখা দেখে অবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
খবরে বলা হয়, দু’দিনের জন্য গিয়েছিলেন বাড়ির সদস্যরা, মঙ্গলবারই বাড়িতে ফেরেন তিনি। ঘরে ঢুকতেই দেখেন আলমারি ভাঙা, সব কিছু ওলটপালট করা। আলমারির কাছে যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় তার। আসিব দেখেন, লকারে রাখা ২৫ লাখ টাকার সোনা এবং রুপোর গয়না গায়েব। নগদ প্রায় দুই লাখ টাকাও উধাও। সব খুইয়ে যখন আসিব মুষড়ে পড়েছিলেন, ঠিক তখনই চোখ যায় ঘরের টিভি স্ক্রিনের ওপর। সেখানে বড় বড় করে মার্কার পেন দিয়ে লেখা, ‘আই লাভ ইউ’।
অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আসিব। পুলিশ জানিয়েছে, চোরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজন আঙুলের ছাপ বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছে পুলিশ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]