
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পেয়েছেন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের লাহোরে শনিবার এসিসির বার্ষিক সভায় নাজমুল হাসানকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মনির স্থলাভিষিক্ত হলেন।
এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতির জন্য ১৯৮৩ সালে গঠিত হয় এসিসি। শুরুতে এশিয়ান ক্রিকেট কনফারেন্স নামে গঠিত হলেও পরে নাম বদলে হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল হাসান। ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতি হয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ।
এরপর ২০০২ থেকে ২০০৪ মেয়াদে আলী আসগর লবি ও ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আ হ ম মুস্তফা কামাল এসিসির সভাপতির দায়িত্ব পালন করেন।
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net