শিরোনাম
বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০
বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে। তবে কখন এ চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে কেউই সঠিক তথ্য দিতে পারেননি।


নান্নু রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লক এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় থাকেন মিনহাজুল। উপরের তলায় থাকেন তার বোনের পরিবার। থাকেন।


নান্নুর স্বজনরা জানান, শনিবার রাত ৯টার দিকে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় তিনি দরজা খুলে সবকিছু ওলটপালট দেখতে পান।


তাদের দাবি অনুযায়ী, ২০ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের অনেক আসবাবপত্র চুরি গেছে। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন নান্নু। চুরির খবর পেয়ে আজ রবিবার সকালে দেশে ফেরেন তিনি।


নান্নু বলেন, খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখা নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।


এদিকে স্বজনদের ধারণা বাসা ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com