
বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য শিরোপা ধরে রাখা। প্রতিপক্ষ ভারতের কিশোরীরা আগের আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছে। তবে ফাইনাল ম্যাচটি শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ রোমাঞ্চ ছড়ালেও বিরতির আগে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি।
গোলশূন্যভাবে শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথমার্ধ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দু'দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলেও বল জালে জড়াতে পারেনি কেউ।
চলতি আসরে আগের তিন ম্যাচে মারিয়া-তহুরারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২২ বার। বিপরীতে একটি গোলও হজম করেনি বাংলাদেশ। পাকিস্তানকে ১৪-০ গোলে ও নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পার হওয়া লাল-সবুজের প্রতিনিধিরা সেমি-ফাইনালে স্বাগতিক ভুটানকে হারায় ৫-০ গোলে।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের চলতি আসরের ফাইনাল ম্যাচটি একবিন্দুতে মিলে গেছে গেল আসরের সঙ্গে। সেবার ফাইনালে মুখোমুখি হওয়া বাংলাদেশ ও ভারত এবারও শিরোপার লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ।
প্রতিযোগিতার প্রথম আসরে গেল বার ঘরের মাঠে ঢাকায় বাংলাদেশের মেয়েরা ১-০ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছিল।
বিবার্তা/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]