
ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা খেলা নিয়েই থাকেন সবসময় ব্যস্তায়। তবে শুধু খেলাই নয়, টেলিভিশন খুললে বিজ্ঞাপন চিত্রেও দেখা যাবে তাকে। এবার নতুন এক বিজ্ঞাপনের কাজ করছেন বাংলাদেশ ক্রিকেটের সফল এই অধিনায়ক।
সম্প্রতি ক্যামেরা ডেকো সুপার ডুপার কুকিজ-এর বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে দেখা গেছে। মেহেদী হাসিবের পরিচালনায় ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হচ্ছে এই বিজ্ঞাপন।
নির্মাতা হাসিব জানান, ‘এর আগে এ দেশের টপমোস্ট সেলিব্রেটি নিয়ে বিজ্ঞাপনের কাজ করলেও কোন খেলোয়াড় নিয়ে কাজ এই প্রথম। সব প্রস্তুতি আগেই সেরে নেয়া ছিল, তারপরেও একটু উত্তেজনা কাজ করছিল। তবে সব কিছুই সহজ হয়ে ধরা দিলো মাশরাফি ভাইয়ের সহোযোগিতার কারণে। শুটিং সেটে একদম সাধারণ মানুষ হয়েই ধরা দিলেন তিনি আমাদের মাঝে। চমৎকার এক মানুষ, বোঝাপড়াটা তাই ভলো হয়েছে আমাদের। আশাকরি বিজ্ঞাপনটি নজড় কাড়বে সবার।’
বিজ্ঞাপনটি এক শটে ক্যামেরাবন্দী করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এজন্য বিশাল সেট তৈরি করতে হয়েছে। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ হেড হিসেবে আছেন পনি আবেদিন এবং সার্বিক তত্বাবধানে ম্যাক্স রহমান।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]