
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) টস হেরে ব্যাট করছে দুর্বার রাজশাহী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রানে ব্যাট করছে আনামুল হকের দল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম আগের দিনই জানিয়েছিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তারা। ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলটির একাদশে জায়গা পাওয়া চার বিদেশি হচ্ছেন মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।
তিন মৌসুম পর বিপিএলে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কোনো দল। দুর্বার রাজশাহী খুব তারকাবহুল দল না হলেও অনেকের মতেই জায়গা মতো তাদের ভালো ক্রিকেটার আছে যারা ভালো করার সামর্থ্য রাখে।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, রিপন মন্ডল ও শাহিন শাহ আফ্রিদি।
দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]