চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আপাতত বিপিএল নিয়ে ভাবছি: তামিম
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭
চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আপাতত বিপিএল নিয়ে ভাবছি: তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে আজ। সে টুর্নামেন্ট নিয়েই এখন ক্রিকেটারদের সব প্রস্তুতি। এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলেন তামিম ইকবাল।


দিনকয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল যেহেতু ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেননি, তাই তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবেন।


বিপিএল শুরুর আগের দিন ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে তামিম সাফ জানিয়ে দেন, ‘এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারও সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি।’


তামিমের ভাবনাজুড়ে এখন শুধুই বিপিএল। জাতীয় দল নিয়ে এখন কিছু ভাবছেন না জানিয়ে তামিম যোগ করেন, ‘আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’


প্রসঙ্গত, ২০২৩ সালে সেপ্টেম্বর সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা যায় তামিম ইকবালকে। সেসময় নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পর আর জাতীয় দলে দেখা মেলেনি।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com