শ্বাসরুদ্ধকর ম্যাচে
পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৫০
পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আব্বাস আফ্রিদির পেস আক্রমণে দিশেহারা প্রোটিয়া শিবিরের ৯৯ রানে অষ্টম উইকেটের পতন হয়। এতে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে পুরো ম্যাচে বোলিংয়ে নিস্তেজ ব্যাট হাতে জ্বলে ওঠেন কাগিসো রাবাদা। মার্কো জানসেনকে নিয়ে দারুণ জুটিতে তিনি দলের জয় নিশ্চিত করেন। এতে ২ উইকেটে ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।


২৯ ডিসেম্বর, রবিবার জয়ের জন্য ১২১ রান ও হাতে ৭ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা।


এই অবস্থায় প্রোটিয়াদের জন্য ভয়ংকর হয়ে ওঠেন তিন বছর পর টেস্ট একাদশে সুযোগ পাওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার ৪৩ রানের জুটি ভেঙে দিয়ে স্বাগতিক মনোবলে চির ধরান তিনি। এর পর তুলে নেন ৬ উইকেট। এতে ৯৬ থেকে ৯৯ রানে যেতে প্রোটিয়ারা হারায় ৪ ব্যাটসম্যানকে।


এর পর কাগিসো রাবাদা-মার্কো ইয়ানসেন জুটি বাঁধেন। ২৪ বলে ১৬ রানে অপরাজিত থাকা ইয়ানসেন সামাল দেন চাপ। আর রাবাদার ২৬ বলে ৩১ রানের ইনিংসের সুবাদে ম্যাচ জেতার সঙ্গে নিশ্চিত হয় ফাইনালের টিকিট। প্রথম ইনিংসে ৮৯ আর দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরা হন এইডেন মার্করাম।


পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন দুই দলের পেসাররা। ম্যাচের ৩৮টি উইকেটের মধ্যে কেবল একটি ছাড়া সবগুলো পড়েছে পেস আক্রমণের কাছে হার মেনে।


এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তানের ২১১ রানের জবাবে প্রোটিয়ারা তোলে ৩০১ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ২৩৭ রানে। তাতে ১৪৮ রানের সহজ লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। মামুলি লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিনের শেষ দিকে ১৯ রান তুলতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com